টাঙ্গাইলের দেলদুয়ারে কীটনাশক ডিলারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা সদরের দক্ষিণ বাজারে প্রতিষ্ঠিত বারেক এন্টারপ্রাইজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
মেয়াদ উত্তীর্ণ কীটনাশক দোকানে মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার আশরাফুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকরী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার উপস্থিত ছিলেন।