দুবাই থেকে স্বর্ণ পাচারের মামলায় কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছে ভারতের ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। তাঁকে প্রায় ১০২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
গত মার্চ মাসে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ফেরার পথে নিয়ম বহির্ভূতভাবে স্বর্ণ বহনের অভিযোগে গ্রেপ্তার হন রান্যা রাও। তাঁর কাছ থেকে ১২.৫৬ কোটি টাকার সোনার বার উদ্ধার করা হয়। এরপর তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য।
তল্লাশিতে তাঁর বাড়ি থেকেও উদ্ধার হয় ২.০৬ কোটি টাকার সোনার গয়না এবং ২.৬৭ কোটি টাকা নগদ অর্থ। মামলার প্রাথমিক তদন্ত শেষে গত মে মাসে তিনি জামিনে মুক্তি পান। তবে মামলা চলমান ছিল।
DRI-এর জরিমানা:রান্যা রাও: ১০২ কোটি টাকা ‘তরুণ কোন্দুর রাজু: ৬২ কোটি টাকা (৬৭.৬ কেজি স্বর্ণ পাচার মামলায়) ‘সাহিল জৈন: ৫৩ কোটি টাকা ;ভারত জৈন: ৫৩ কোটি টাকা
চারজনকে মিলে প্রায় ২৭০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে বাজেয়াপ্ত হতে পারে তাঁদের সম্পত্তি।
রান্যা রাও ভারতের সিনিয়র আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের মেয়ে। তিনি ২০১৪ সালে কন্নড় সিনেমা ‘মানিক্য’-তে সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি পান। এরপর একাধিক দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন।