দেশের ভেতরে ও দেশের বাইরে, সরকারের ভেতরে ও সরকারের বাইরে গভীর ষড়যন্ত্র চলছে। দুইদিন ধরে লক্ষ্য করছি, রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা। সারা ঢাকা শহরে এক ধরনের অস্থিরতা। সারা বাংলাদেশে এক ধরনের অস্থিরতা। আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকের প্রশ্ন? অনেকের প্রশ্নু ৫ আগস্টের অভ্যুত্থানের ছাত্র সমন্বয়কদের নিয়ে।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন।
উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে অবাধ, সুষ্ঠু, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্মানের সঙ্গে আপনাকে আমরা বিদায় দিতে চাই। আপনার যেন মইনুদ্দিন-ফখরুদ্দিনের মতো নিরবে পালিয়ে যেতে না হয়।
আযম খান আরও বলেন, গত ১৭ বছরে কোন ইফতার মাহফিল করতে পারিনি। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেনি। গত ১৭ বছর ছিল অন্ধকার যুগের বাংলাদেশ।