ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট ব্যাংক লিঃ তারটিয়া শাখার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটি চুক্তি পত্রের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অত্র ভাড়াটিয়া পক্ষগণ অত্র শাখা স্থানান্তরের নোটিশ দেয়া এবং চুক্তিপত্রে এজেন্ট ব্যাংকিং উল্লেখ না করিয়া দোকান ঘর উল্লেখ্য করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছে বিধায় মালিকপক্ষ ভাড়াটিয়াগণদের বিরুদ্ধে আইনাগত ভাবে আদলতে মামলা দায়ের করেছে।
মামলা সুত্রে জানা যায়, মরহুম রবি খানের ছেলে মো. শামছুল হক খানের তারটিয়া বাজারস্থ ভবনের দ্বিতীয় তলায় এ আর এন্টারপ্রাইজ (১৫৯/১৭), টাঙ্গাইল শাখার অধীনে পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারটিয়া বাজার এজেন্ট আউটলেট শাখাটির পক্ষে ১.মো. আসাদুজ্জামান ২.মো. রাজিব খান ৩. মো. আশরাফ আলী গত পহেলা জানুয়ারী ২০২৪ সাল থেকে ৩১/১২/২০২৬ সাল পর্যন্ত ৩ বছর মেয়াদে ১১ হাজার টাকা মাসিক ভাড়ায় উভয়পক্ষ চুক্তিবদ্ধ হন। চুক্তিপত্র মোতাবেক দ্বিতীয় পক্ষ সাড়ে ৬ লাখ টাকা প্রথম পক্ষকে জামানত বাবদ প্রদান করেন। কিন্তু দ্বিতীয় পক্ষ ছলছাতুরী করে চুক্তিপত্রে ব্যবসার ধরণ না লিখে শুধু দোকান ঘর চুক্তিপত্রে উল্লেখ করেছেন।এছাড়াও মেয়াদ শেষ হওয়ার আগেই অফিস স্থানান্তরের নোটিশ দেয়ায় ভবনের মালিক শামছুল হক খান অন্তত ১৪ লাখ ৬০ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে মামলায় উল্লেখ করেছেন।
মামলায় আরো জানা যায় প্রথম পক্ষের ভবন ১৩শ স্কয়ার ফিট বিল্ডিং/রুম সিড়িসহ ব্যাংকিং কাজের উপযুক্ত করে নির্মাণ কাজ করতে অতিরিক্ত ১৪,৬০,০০০/-টাকা খরচ করানো হয়েছে যা চুক্তিপত্রে উল্লেখ নেই এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এজেন্ট ব্যাংকিং পরিচালনা করিয়া আসিতেছে সে কথাও চুক্তিপত্রে উল্লেখ নেই যা প্রকাশ্যে প্রতারণার সামিল।