ঢালিউডের বহু জনপ্রিয় নায়িকারা ক্যারিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও হঠাৎ করে পর্দা থেকে আড়ালে চলে গেছেন। শাবানা দীর্ঘ ক্যারিয়ারের পর ঘোষণা করেছেন, তিনি আর কোনো ছবি করবেন না। শাবানার সিদ্ধান্তে অভিনেতা জসিমও প্রভাবিত হয়েছেন।
শাবানার পর ববিতা আড়ালে চলে যান। এরপরের পর্যায়ে চলে আসেন শাবনূর ও মৌসুমী। নব্বইয়ের দশকে পর্দা কাঁপানো এই দুই নায়িকা একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। শাবনূরের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ২০১৩ সালে মুক্তি পায়, আর সেই সময় থেকে তিনি অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মৌসুমীও প্রায় দুই বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন এবং কিছু নাটক-টেলিছবি করেছেন।
সাদিকা পারভীন পপি, নব্বইয়ের দশকের অন্য পরিচিত মুখ, বহু হিট ছবির পরও আড়ালে রয়েছেন। বিয়ে করে ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করেছেন। দুই হাজারের পর ঢালিউডে প্রবেশ করা অপু বিশ্বাস, সাহারা, রেসি, নিপুণরা প্রাথমিক সময়ে জনপ্রিয় হলেও এখন আড়ালে। অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে বহু হিট ছবি দিয়েছেন, তবে এখন টক শো, স্টেজ শো এবং প্রযোজনা দিয়ে সক্রিয় থাকছেন। সাহারা ২০১৪ সালের পর নতুন ছবি করেননি। রেসি আমেরিকায় বসবাস করছেন এবং অভিনয়ে ফেরার ইচ্ছা নেই। নিপুণ আড়ালেই রয়েছেন।
এই শতাব্দীর শুরুর দিকে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে মাহিয়া মাহি, সারা জেরিন, ফাল্গুনি জলি, নুসরাত ফারিয়া, পুজা চেরী, বিপাশা কবিররা পরিচিতি পেয়েছিলেন। মাহিয়া মাহি ও বিপাশা প্রবাসে থাকায় নতুন ছবি করছেন না। সারা জেরিন স্বামী-সংসার নিয়ে ব্যস্ত। জলি মাঝে মধ্যে খবর দেন পর্দায় ফেরার বিষয়ে।
জাজের বাইরেও আঁচল, আইরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস ঐশীরা ঢালিউডে পরিচিতি পেয়েছেন। আঁচল পর্দা থেকে ছিটকে গেছেন, আইরিন চাকরিতে যোগ দিয়েছেন, এবং ঐশী কিছু আলোচিত ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি ঢালিউডের এই নায়িকাদের আড়ালে থাকা, ব্যক্তিগত জীবনে মনোনিবেশ এবং ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু না করার কারণে দর্শক এবং ফ্যানদের মধ্যে কৌতূহল বৃদ্ধি পাচ্ছে।