ঢাকায় জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত অবস্থায় তার পাশে নিজ দলের নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, নুরুল হক নুরকে দেখতে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করা হয়েছে। কারণ হাসপাতাল এলাকায় অন্য রোগীরা আছেন এবং বারবার নেতাকর্মীরা আসার কারণে নুরের বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
রাশেদ খাঁন আরও জানিয়েছেন, আপাতত নুরুল হক নুরকে দেখতে আসা পুরোপুরি রেস্ট্রিকটেড করা হয়েছে এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। একই পোস্টে রাশেদ খাঁন শেয়ার করেছেন একটি ভিডিও, যেখানে দেখা যায় নুরুল হক নুরের নাক থেকে জমাট বাঁধা রক্ত বের হচ্ছে। তিনি লিখেছেন,
আমি আজ সকালে নুরকে দেখতে এসে দেখি, তার নাক থেকে জমাট বাঁধা রক্ত বের হচ্ছে। ঢাকা মেডিক্যালের ডিরেক্টরসহ অন্যান্য ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন। নুরের মাড়িতে ব্যথা, চোখের নিচে রক্ত জমাট বাঁধা আছে, হাঁটতে গেলে মাথা ঘুরছে এবং নাকের হাড় ভেঙে গেছে। তার মস্তিষ্ক পুরোপুরি কাজ করছে না এবং তিনি স্থির হয়ে বসতে বা শুতে পারছেন না। নুর পুরোপুরি ট্রমাটাইজড।”
গত শুক্রবার (৩০ আগস্ট) কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এই সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নুর এবং তার সহকর্মীদের লাঠিপেটা করেন। এই হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।