আগামীকাল (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
নিরাপত্তা ব্যবস্থা ডিএমপি’র ডিসি অপারেশনস মোল্লা আজাদ হোসেন জানান, “নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই। ভোর ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, আজ রাত ৮টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র বৈধ পরিচয়পত্র প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। এছাড়া, ক্যাম্পাসের ৮টি প্রধান প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।
প্রার্থী ও ভোটারের তথ্য
이번 নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। পদভিত্তিক প্রার্থী সংখ্যা:
সহসভাপতি (ভিপি): ৪৫ জন
সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
সহসাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
নারী প্রার্থী: ভিপি ৫, জিএস ১, এজিএস ৪
ভোটার সংখ্যা ও কেন্দ্র
মোট ভোটার: ৩৯,৭৭৫ জন
ছাত্র ভোটার: ২০,৮৭৩
ছাত্রী ভোটার: ১৮,৯০২
ভোটগ্রহণ হবে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।