সমাচার ডেস্ক : শুরু হয়েছে ঈদ যাত্রা। কর্মব্যস্ত মানুষ মহাসড়কে যানজট ও ভোগন্তি এড়াতে আগে থেকেই বাড়ি ফিরতে শুরু করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক সময়ের চাইতে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়তে শুরু করেছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি।
আজ শুক্রবার ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করে।
পুলিশ ও বাস চালকরা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত কোথাও যানজটের সৃষ্টি হয়নি। উত্তরবঙ্গগামী লেনে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বাড়ছে। অপরদিকে ঢাকাগামী লেনে পশুবাহী ট্রাক ও আসন খালি নিয়ে যাত্রীবাহী বাস চলাচল করছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, “মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। গতকাল রাত থেকেই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বৃদ্ধি পায়। যে কারনে রাত সাড়ে ১২ টার দিকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত নতুন একটি লেন ছেড়ে দেওয়া হয়। এছাড়াও এ মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন প্রদক্ষেপ নেওয়া হয়েছে।