ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিসটেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২ আগস্ট) প্রস্তাবটি পাঠানো হয়েছে মার্কিন সিনেটে। সিনেটের অনুমোদন পেলেই তার নিয়োগ চূড়ান্ত হবে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
বর্তমানে ব্রেন্ট ক্রিসটেনসেন অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর ডিগ্রি (২০২২)। এছাড়া, ফরেন সার্ভিসে যোগদানের আগে ২০০২ সালে তিনি হিউস্টন ও নিউ ইয়র্কে ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেছেন। মার্কিন সিনেটে অনুমোদন পেলে ক্রিসটেনসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করবেন।