আসন্ন ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এতে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন আদালত। ফলে আবারও সরব হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে ফিরে এসেছে নির্বাচনী প্রাণচাঞ্চল্য।
প্রার্থীরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে শিক্ষার্থীদের সঙ্গে জনসংযোগ চালাচ্ছেন। মধুর ক্যান্টিন ও অপরাজেয় বাংলার সামনে ভোটারদের মাঝে প্রচারণা চালাতে দেখা গেছে প্রার্থীদের।
প্রার্থীরা শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার করছেন। তবে অনেকেই অভিযোগ করেছেন, প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অন্যদিকে, বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে নতুন করে রিট করায় কিছুটা শঙ্কার কথাও জানাচ্ছেন অনেকে। তবুও সবার প্রত্যাশা, সব ষড়যন্ত্র পেছনে ফেলে ডাকসু নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এছাড়া, ভোটকেন্দ্রে বুথের সংখ্যা বৃদ্ধি এবং নির্বাচনী ছুটি কমানোর সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন প্রার্থী ও ভোটাররা।