ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে কাল্পনিকভাবে অভিযোগ করা হচ্ছে। ভোটকে বিতর্কিত করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের কাছে তিনি এই অভিযোগ জানান। তিনি শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন, ছাত্রদল নির্বাচনের আচরণবিধি মেনে চলছে।
ডাকসুর ভোটগ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়েছে এবং বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে থাকা শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোটাররা এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। প্রতিটি কেন্দ্রে দীর্ঘ ভোটের সারি দেখা গেছে।
এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।