নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ আট বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন।
উদ্বোধন ও প্রধান বক্তা সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ সম্মেলনকে ঘিরে বড়মাঠে তৈরি হয়েছে বিশাল মঞ্চ।
শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ঝুলছে রঙিন ব্যানার, ফেস্টুন ও পোস্টার। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাজনৈতিক তাৎপর্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঠাকুরগাঁও জেলা সবসময়ই বিএনপির একটি শক্ত ঘাঁটি।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা হওয়ায় এ সম্মেলন সাংগঠনিক সীমার বাইরে গিয়ে জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব সম্মেলনে জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার ৮০৮ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে জেলা বিএনপির আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন।