ঐক্যবদ্ধ সাংবাদিকতায় খেলাধূলায় নবপ্রাণের সঞ্চার হয়। ব্যস্ত সাংবাদিকদের প্রাণের স্পন্দন গড়তে খেলাধূলা অপরিহার্য। সেই খেলাধুলার আয়োজনকে সার্থক করে জমজমাট আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৩ ডিসেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব কনভেনসন সেন্টারে প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)কাজী শাহনেওয়াজ।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ঢাকা মোহামেডান ক্লাবের সদস্য কাউছার আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন ও ইফতেখারুল অনুপম ও কোষাধ্যক্ষ আব্দুর রহিম টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তারা হলেন- দাবা প্রতিযোগিতায় মোঃ নাসির উদ্দিন চ্যাম্পিয়ন এবং আবু সাঈদ রানার্সআপ, ক্যারাম প্রতিযোগিতায় এককে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা চ্যাম্পিয়ন এবং যমুনা টেলিভিশনের শামীম আল মামুন রানার্সআপ, ক্যারাম দ্বৈতে শামীম আল মামুন ও মোস্তাক হোসেন জুটি চ্যাম্পিয়ন এবং কাজী জাকেরুল মওলা ও মোজাম্মেল হক জুটি রানার্সআপ। টেবিল টেনিস প্রতিযোগিতার এককে মোঃ নাসির উদ্দিন চ্যাম্পিয়ন এবং ইসমাইল হোসেন সেলিম রানার্সআপ এবং টেবিল টেনিস দ্বৈতে খন্দকার মাসুদুল আলম ও মাসুম ফেরদৌস জুটি চ্যাম্পিয়ন এবং মোজাম্মেল হক ও মোস্তাক হোসেন জুটি রানার্সআপ।
অকশন ব্রীজ প্রতিযোগিতায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও মোঃ নাসির উদ্দিন জুটি চ্যাম্পিয়ন এবং কাজী জাকেরুল মওলা ও ইসমাইল হোসেন সেলিম রানার্সআপ। কলব্রীজ প্রতিযোগিতায় কাজী জাকেরুল মওলা ও আশিকুর রহমান পলাশ চ্যাম্পিয়ন এবং আতিকুর রহমান ও মাছুদ রানা রানার্সআপ। ব্রেঃ প্রতিযোগিতায় জাফর আহমেদ ও সোহেল রানা চ্যাম্পিয়ন এবং কাজী জাকেরুল মওলা ও অলক কুমার দাস রানার্সআপ।

টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্যের পরিবারবৃন্দের অংশগ্রহনে ক্যারাম প্রতিযোগিতার এককে তানিয়া অনুপম চ্যাম্পিয়ন এবং সাথী আক্তার নাসির রানার্সআপ। ক্যারাম দ্বৈতে সাথী আক্তার নাসির ও নিলুফা ইয়াসমিন স্নিগ্ধা জুটি চ্যাম্পিয়ন এবং তানিয়া অনুপম ও লাইলী খান মোস্তাক জুটি রানার্সআপ। লুডু প্রতিযোগিতায় এককে সাথী আক্তার চ্যাম্পিয়ন, ফাতেমা আক্তার রানা রানার্সআপ এবং তাছলিমা রুবেল তৃতীয় স্থান এবং লুডু দ্বৈতে সাথী আক্তার নাসির ও আবিদা এরশাদ জুটি চ্যাম্পিয়ন এবং আজমেরী শামীম ও দিপু রানী অলক জুটি রানার্সআপ এবং বাঘাডুলি প্রতিযোগিতায় শারমিন আক্তার মুক্তা লিটু চ্যাম্পিয়ন, আমেনা আক্তার পলাশ রানার্সআপ এবং ওয়েসিস সিদ্দিকী মোশারফ তৃতীয় স্থান অধিকার করেন।

গত ২৪ সেপ্টেম্বর টাঙ্গাইল প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। দুই মাস ব্যাপী ১৩টি ইভেন্টে টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও সদস্যের পরিবারসহ মোট ৪৮ জন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। টাঙ্গাইল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মালেক আদনানের আহবানে ক্রীড়া সদস্য সচিব হিসেবে দায়িত্বপালন করেন মোজাম্মেল হক। এছাড়াও ক্রীড়া কমিটির সদস্য হিসেবে সহযোগিতা করেছেন অরণ্য ইমতিয়াজ, খন্দকার মাসুদুল আলম, মাসুম ফেরদৌস, আব্দুল্লাহ আল মামুন, রুমি আক্তার পলি ও মোঃ রওশন আলী।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মালেক আদনান।











