টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে
সভাপতি কাদের ও সাধারন সম্পাদক শাহাদত
টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ অক্টোবর টাঙ্গাইল শহরের মডেল প্রাইমারি স্কুলে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ন ভোট গ্রহন হয়। নির্বাচনের পরে বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশন। নির্বাচনে কোন আপত্তি থাকলে দুই দিনের মধ্যে আবেদনের জন্য সময় দেয় প্রধান নির্বাচন কমিশন। পরবর্তীতে কোন অভিযোগ না থাকায় চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর এবং অন্যান্যরা হলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল জেলা প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, টাঙ্গাইল পৌরসভার ১১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার সালাউদ্দিন হায়দার, পৌর শ্রমিক ঐক্যের সাধারন সম্পাদক উদয় লাল ঘোর, পৌর শ্রমিক ঐক্যের যুগ্ন সাধারন সম্পাদক ও সাংবাদিক আরিফুর রহমান, টাঙ্গাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার মামুন জামান সজল ও টাঙ্গাইল থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. হযরত আলী।
নির্বাচনে সভাপতি পদে মোমবাতি প্রতীকে মো.আব্দুর কাদের ১১৬৫ ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দি হরিন প্রতীকে মো. বজলুর রহমান পেয়েছেন ৫৪০ ভোট। সহ সভাপতি পদে দুই জন ছাতা প্রতীকে মো. আলমগীর হোসেন ৯২৩ ভোট ও গরুর গাড়ী প্রতীকে মো. আলাল মিয়া ৯০২ ভোট পেয়ে জয়ী, তাদের নিকটতম প্রতিদ্বন্দি উড়োজাহাজ পেয়েছেন ৭৭৭ ভোট। সাধারন সম্পাদক পদে হোন্ডা প্রতিকে মো. শাহাদৎ হোসেন ১৩৩৮ ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দি চেয়ার প্রতিকে মো. ফরিদ হোসেন পেয়েছেন ৮৬২ ভোট। সহ সাধারন সম্পাদক পদে দুইজন মোরগ প্রতিকে মো. রাসেল পারভেজ রনি ৭১৯ ভোট এবং কলসী প্রতিকে মো. আব্দুর রহিম ৭১৬ ভোট পেয়ে জয়ী, তাদের নিকটতম প্রতিদ্বন্দি মাছ প্রতিকে মো.আছির উদ্দিন আহমেদ রনি পেয়েছেন ৬১৭ এবং আম প্রতিকে মো.সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪৯৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে হাতী প্রতিকে মো. আবুল কালাম আজাদ (মুন্না) ৯৬৫ ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দি দুই জন টিয়া পাখি প্রতিকে মো. বুলবুল আহম্মেদ পেয়েছেন ৩৭৭ ভোট এবং আনারস প্রতিকে মো. মমিন মিয়া পেয়েছেন ৩৭২ ভোট। কোষাধ্যক্ষ পদে তালা চাবি প্রতিকে মো. সাদ্দাম হোসেন ৮৫৬ ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দি হারিকেন প্রতিকে মো. মহর আলী পেয়েছেন ৭৮০ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ফুটবল প্রতিকে মো. তোফাজ্জল হোসেন ৭১৪ ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দি হাতুরি প্রতিকে মো.আল-আমিন(বাবু) পেয়েছেন ৬৬৬ ভোট। ধর্ম সম্পাদক পদে টুপি প্রতিকে মো. মনির হোসেন ৯৯৯ ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দি চাঁদ প্রতিকে মো. হায়দার আলী পেয়েছেন ৫৬০ ভোট। অপর দিকে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছে দুই জন। তারা হলো, প্রচার সম্পাদক পদে মো.ওসমান মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মো, আদিল মিয়া ।