টাঙ্গাইলে র্যাব-১৪ সিপিসি-৩ অভিযান চালিয়ে ৬,৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে মির্জাপুর ও সদর উপজেলায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন: মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার রবিউল ইসলাম (৩০) একই এলাকার ট্রাক চালক শাহিন আলম মঙ্গলবার রাতের সংবাদ সম্মেলনে র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিলেট থেকে বালুবোঝাই ৫ টন ট্রাকে ইয়াবা নিয়ে ট্রাকটি গাজীপুর হয়ে টাঙ্গাইলের দিকে আসছে।
র্যাবের একটি দল মির্জাপুর উপজেলা মহাসড়কে তল্লাশিচৌকি স্থাপন করে। ট্রাক তল্লাশির সময় ৬,৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২০ লাখ ১০ হাজার টাকা। পরে চালকসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুরে একটি ট্রাকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মির্জাপুর ও সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।