টাঙ্গাইলের পার্ক বাজার এলাকায় ২,৬৭১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৪ এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে গত ১ সেপ্টেম্বর রাত ৮টায় টাঙ্গাইল পৌরসভার পার্ক বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ ভর্তি পলিথিন বাজারজাত করার সময় হাতেনাতে আটক করা হয় অভিযুক্ত মো. মোন্নাফ মন্ডল (২২)-কে।
পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত অভিযুক্তকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী দোষী সাব্যস্ত করে ৪৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত বিপুল পরিমাণ পলিথিন পরিবেশ অধিদপ্তরের জিম্মায় প্রদান করা হয়েছে। র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্প জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।