টাঙ্গাইলে মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ভিক্টোরিয়া রোডে জেলা কার্যালয়ে দোয়া মাহফিল ও মানবাধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাঈদ। তার নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় টাঙ্গাইল জেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সালমান আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার তালুকদার বিজয় ‘সহ অন্যান্য মানবাধিকার কর্মীগণ। এসময় অন্যান্য সুধীজনও অংশগ্রহণ করেন। ইতিহাস থেকে জানা যায়, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়।
পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ১০ ডিসেম্বর যথাযথ মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়।










