সমাচার ডেস্ক : টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
সকালে জেলা প্রশাসক কার্যালয় ও শহীদ স্মৃতি পৌর উদ্যানে পুষ্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের পক্ষে প্রথমে শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে জাফর আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এরপর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সকাল সাড়ে আট টায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে সমাবেশ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশিত হয়। এছাড়াও বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দাকার আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক জেলা কমান্ডার জহুরুল হক ডিপটি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।