টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সময়ের সাহিত্যকন্ঠের’ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্ত্বরে ‘সময়ের সাহিত্যকণ্ঠ’র সম্পাদক কবি আযাদ কামালের সভাপতিত্বে আড্ডায় বক্তব্য রাখেন অধ্যাপক বাদল মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. ইকবাল বাহার বিদ্যুৎ, উপ-রেজিস্ট্রার শিল্পী সিদ্দিকী, স্বকাল পরিষদের সভাপতি নুরুল ইসলাম বাদল, ড. আলী রেজা ও পত্রিকার নির্বাহী সম্পাদক বুলবুল আহমেদ।
কবিতা পাঠ করেন কবি শাহ্ আব্দুর রশিদ, মোঃ আমিনুজ্জামান, লোকমান হাকিম, ইমাম হাসান সোহান, নুসরাত জাহান মিনা, সোলায়মান খান মজনু, কামরুল মোজাহিদ, রাকিব হাসান প্রমুখ । ‘সময়ের সাহিত্য কন্ঠ’ এর সম্পাদক কবি আযাদ কামাল বলেন, ” টাঙ্গাইল জেলার একমাত্র সাহিত্য পত্রিকা হিসেবে ‘সময়ের সাহিত্য কন্ঠ’ নিয়মিত ভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। টাঙ্গাইলের কবি সাহিত্যিক এবং গুনীজনদের আন্তরিক অংশগ্রহণ ও প্রচেষ্টায় এই পত্রিকাটি প্রকাশনা সম্ভব হচ্ছে ।
পত্রিকা প্রকাশ ছাড়াও সুস্থ এবং সৃজনশীল সাহিত্য চর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে সুন্দর ও সঠিক পথে এগিয়ে নিয়ে যেতেই প্রতি মাসে ভিন্ন ভিন্ন জায়গায় কবি সাহিত্যিক এবং গুনীজনদের নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করা হয় “।