গত ৯ সেপ্টেম্বর টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা গ্রামে মুফতী রেজাউল করিমের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা হয়।

এসময় মুফতী রেজাউল করিমের পিতা আবু বক্কর সিদ্দিকী ও তার মাতা গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তার মাতাকে টাঙ্গাইল মেডিকেলে নেওয়া হয়। রোগীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। দীর্ঘ ১২ দিন আইসিইউ তে থাকার পর আজ সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি মারা যায়।
প্রসঙ্গত গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার ঘারিন্দা গ্রামে মুফতী রেজাউল করিমের বাবা আবু বক্কর সিদ্দিকীর সম্পত্তি ভাগ বাটোয়ারা জন্য আলোচনা চলছিলো। এসময় রেজাউল করিমের চাচাতো ভাই আব্দুল্লাহ ও তার পিতা মোশাররফসহ তিন থেকে চার জন গালিগালাজ শুরু করে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে আবু বক্কর সিদ্দিকীর ও তার স্ত্রীকে গুরুত্বর আহত করে । এসময় পরিবারের লোকজন হামলা ফিরাতে আসলে এক পর্যায়ে রেজাউল করিম ও তার পরিবারের অন্যন্য সদস্যদের উপরও হামলা করা হয়।
এ ঘটনায় রেজাউল করিম টাঙ্গাইল সদর থানার মামলা দায়ের করেন। এলাকাবাসী অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে।