মাভাবিপ্রবি প্রতিনিধি এরশাদ: টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (SMVBSTU) বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের আয়োজন করে প্রকৌশলী অধিকার আন্দোলন।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমির সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রথম গেটের সামনে এসে সমাপ্ত হয়। শিক্ষার্থীরা ঢাকায় প্রকৌশলী অধিকার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে এই মিছিল বের করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “যে স্বৈরাচারীরা এখনও প্রশাসনে দায়িত্বে আছেন, তারা সতর্ক হয়ে যান। ছাত্রদের উপর হামলা করা চলবে না। আপনারা সাবধান হোন।”
সমাবেশে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থী নাহিদ, রাকিব, সাজিদ, হৃদয় ও মারুফ রায়হান। তারা সকলেই শিক্ষার্থীদের অধিকার রক্ষার পক্ষে একযোগে বক্তব্য রাখেন এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।