টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বেলায়েত হোসেন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২০জানুয়ারি) পারখী ইউনিয়ন ভিয়াইল বাজার ও পারখীসহ বিভিন্ন স্থানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ইউনিয়নের ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
তিনি গত করোনাকালিন লকডাউনে সময় হতদরিদ্র অসহায় মানুষের পাশে নিজ অবস্থান থেকে সাধ্যমত সহায়তা করেছেন। নিয়মিত গরিব -অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন তিনি, মানুষ মানুষের জন্য’ প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা নিয়ে দাঁড়িয়েছেন তারাই মানবতার কারিগর ।
পারখী ইউনিয়ন বাসীর কাছে মানবতার কারিগর হিসেবে শুনাম অর্জন করেছেন গরিবের বন্ধু,অসহায় আর পথহারা মানুষের পথপ্রর্দশক জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও পারখী ইউনিয়ন পরিষদেরআগামী নির্বাচনে চেয়রম্যান পদপ্রার্থী বেলায়েত হোসেন।তিনি ছাত্র জীবন থেকে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, হতদরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এলাকার জনগণের প্রান ছুঁয়েছেন। তার নিজ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে প্রতি বছর ঈদের সময় তিনি হতদরিদ্র্র-অসহায় মানুষের হাতে উপহারের প্যাকেট দিয়ে থাকেন।
স্থানীয়রা জানান, বেলায়েত হোসেন মানুষ হিসেবে খুবই ভাল। তিনি গরিব মানুষের পাশে আছেন একনিষ্ঠ ভাবে। কেউ তার কাছ বিমুখ হয়ে ফেরে না। বিশেষ করে প্রতি বছরই ঈদে তিনি অনেক গরিব মানুষকে ঈদ উপহার সামগ্রী দিয়ে থাকেন। করোনাকালিন সময় ত্রান সামগ্রীও দিয়েছেন। মানবতার কারিগর ছাত্র নেতা বেলাযেত হোসেন হতদরিদ্র অসহায় মানুষগুলোর পাশে তাকে সবসময়ই দেখা যায়, তিনি বিভিন্ন ভাবে মানুষ কে সহযোগিতা করেন তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে গরিব অসহায় মাানুষদের জন্য উপকার হবে তার মত মানবতার কারিগরকে চেয়ারম্যান নির্বাচিত করা দরকার।
ছাত্র নেতা বেলায়েত হোসেন জানান, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে গরীব অসহায় মানুষকে ত্রানসামগ্রী উপহার দিয়েছেনপ্রতিবছর তিনি ঈদ উপহার দিয়ে থাকেন। বিগত দিনেও এলাকার কর্মহীন ও অসহায় মানুষের পাশে ছিলেন, আগামীতেও এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থাকবেন। সকলস্তরের মানুষের মুখে হাসি ফোটানোই তার উদ্দেশ্য একমাত্র চিন্তা এ সময় তিনি পারখী ইউনিয়ন বাসীর সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চান।
শীতবস্ত বিতরণের সময় উপস্থিত ছিলেন, পারখী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজাহারুল ইসলাম মিন্টু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলআমীন,সাধারন সম্পাদক মামুন মিয়া প্রমুখ।