টাঙ্গাইলের মধুপুরে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের পৃথক দুটি অভিযানে মোট ১২৭ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রথম অভিযানে এক মাদককারবারীকে গ্রেফতার করা হলেও দ্বিতীয় অভিযানে অভিযুক্ত দু’জন পালিয়ে যায়।

র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে অরুণখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভুটিয়া এলাকার বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৩৪), পিতা—জুব্বার আলী-এর বাড়ির একটি ট্রাংক থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নজরুল জানায় যে, তার সহযোগী মোঃ স্বপন মিয়া (২৯), পিতা—মহর আলী-এর বাড়িতেও আরও গাঁজা মজুদ রয়েছে। র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে স্বপন মিয়া ও তার স্ত্রী মোছাঃ জেসমিন (২৭), পিতা—উসমান, র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আরও ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোট ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ১৬ হাজার টাকা। র্যাব-১৪ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।











