টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামে মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সুষম সার প্রয়োগ ও সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার টাঙ্গাইল গতকাল রবিবার সকালে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর এনালাইটিক্যাল সার্ভিসেস উইং এর পরিচালক ড. মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. উৎপল কুমার। সভাপতিত্ব করেন আঞ্চলিক গবেষণাগার টাঙ্গাইলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আইরিন সুলতানা।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ইফফাত জাহান, মো. হাছিবুল হক ও মো. সানাউল্লাহ সরকার। এই প্রশিক্ষণ কর্মসূচিতে টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ১০০ জন কৃষক অংশগ্রহন করেন। আলোচকবৃন্দ কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তারা ফসলের উৎপাদন বৃদ্ধি এবং মাটির স্বাস্থ্য রক্ষার জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও ভেজাল সার সনাক্তকরণের উপায়সমূহ এবং ফসল উৎপাদনে বিভিন্ন প্রকার সারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এই প্রশিক্ষণ কৃষকদের চাষাবাদের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এবং কৃষক অধিক ফসল উৎপাদনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।