নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে সাত লাখ টাকা প্রদান করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে নিহত সাত জনের প্রতি পরিবারকে এক লাখ করে মোট সাত লাখ টাকা পৌঁছে দেন শীর্ষ পর্যায়ের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, জেলা সেক্রেটারি হুমায়ুন কবির, জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনী মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা শহীদুল ইসলাম, আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ড. আতাউর রহমান, মাওলানা আব্দুস সালাম, অধ্যাপক মিজানুর রহমান, বুরহানুল ইসলাম, ইকবাল হোসেন বাদল, আলমগীর হোসেন প্রমুখ। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা সাত জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘাটাইল উপজেলার সাগরদিঘির করিমগঞ্জ এলাকার লুৎফর রহমান লেবুর ছেলে হাফেজ সাদিকুল ইসলাম, মধুপুর উপজেলার বাসুদেববাড়ীর মাঝিরা এলাকার জুলহাস উদ্দীনের ছেলে লাল মিয়া, ধনবাড়ি উপজেলার বাঐজান গ্রামের জিয়াউল হকের ছেলে ইকরামুল হক সাজিদ, ভূঞাপুর উপজেলার ঘাটান্দি গ্রামের সোহারা তালুকদারের ছেলে ফিরোজ আহমেদ পলাশ, বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের মজনু মিয়ার ছেলে মারুফ মিয়া, গোপালপুর উপজেলার নলিন গ্রামের জুলহাসের ছেলে ইমন, দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে আহসান হাবীব আশরাফুল্লাহ। এদের প্রত্যেকের নিজ নিজ এলাকায় গিয়ে জামায়াতের নেতাকর্মীরা নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে তাদের পরিবারকে টাকাগুলো বুঝিয়ে দেন।