সমাচার ডেস্ক : টাঙ্গাইলে বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে পৌর শহরের রেজিস্ট্রিপাড়া বুরো হাসপাতাল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল বুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের পরিচালক রাহেলা জাকিরের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বুরো হেলথকেয়ার ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও আনোয়ার উল আলম শহীদের সহধর্মীনি ডা. সাঈদা খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর প্রমুখ।
এসময় টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালের ডাক্তার, বিভিন্ন ক্লিনিক মালিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ইফতার পূর্ব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।