গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তার দিক নির্দেষনায় টাঙ্গাইল সদর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্তে এক অভিযানে হাটুভাঙ্গা সখিপুর পাকা সড়কের নলুয়া বাজার নামক স্থানে বিপুল পরিমান অবৈধ বন্য কাঠের আসবাবপত্র সহ দলটি ট্রাক জব্দ করে।
ট্রাকটিতে ছিল আকাশমনি কাঠের হাব বক্স খাট ০৮ টি ও ড্রেসিং টেবিল ০২ টি এবং ওয়াল কেবিনেট ০২ টি সহ সর্বমোট ১২ সেট রাত আনুমানিক ৮ঃ০০ ঘটিকার সময় আটক আটক করা হয়।
তারিখ ৯/১/২০২৪ মামলা প্রক্রিয়াধীন। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে টাঙ্গাইল সদর রেঞ্জ কর্মকর্তা বলেন এই অভিযান অব্যাহত থাকবে।