টাঙ্গাইলে করটিয়া ইউনিয়নের ৫,৬ এবং ৭নং ওয়ার্ড বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল।
ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রউফ, করটিয়া কলেজের সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, করটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এস এম বদরুদ্দুজা বদর প্রমুখ। এ সময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে জাতীয় নির্বাচন খুবই জরুরি। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যোগ্য প্রার্থী হিসেবে টাঙ্গাইল সদরে ফরহাদ ইকবালের কোন বিকল্প নেই।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের সেবা করতে চাই। আগামী সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে আমাদের মধ্যে কেউ বিভেদ তৈরি করতে না পারে।