সোমবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবরের কাগজের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন তিনি জানান, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।