টাঙ্গাইলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি অনুষ্ঠান মঙ্গলবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে উপস্থিত নব গঠিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে বরন করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন ও উদ্বোধক হিসেবে টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট মোঃ সামছুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কাজী তাজউদ্দিন রিপন। এসময় বক্তরা দেশের এ সময়ের বিভিন্ন মানবতা লংঘন হয়েছে এমন বিষয় নিয়ে আলোচনা ও পরবর্তীতে করনীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময়
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মোমিনুর রহমান মোমিন, টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ গোলাম মওলা মিটলু ও সাধারণ সম্পাদক মোঃ মীর সজিবুজ্জামান।
পরে নব গঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আইডি কার্ড প্রদান, শপথ ও পরিচিতি শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।