টাঙ্গাইলের ভুঞাপুরে প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকে আব্দুল হালিম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল হালিম (৫৫) উপজেলার কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ে মুদি দোকানদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেল ও ভাই ভাই পরিবহন নামের দুটি বাসের চালক বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল। হঠাৎ বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিয়ে বসতঘরে ঢুকে যায়। এতে ঘরে থাকা দুজনসহ কয়েকজন আহত হয়েছেন।বসতঘরের মালিক সোলায়মানের ছেলের বউ শারমিন আক্তার বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পড়ে দেখি ঘর ভেঙে বাস ঢুকে গেছে। এতে আমি আটকে পড়লে মানুষজন এসে উদ্ধার করে।
পাশের ঘরে আমার শাশুড়িও ছিল। তিনিও আহত হয়েছেন।কুঠিবয়ড়া গ্রামের শাহীন বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত হালিম সড়কের মোড়ে থাকা ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার সময় বাসটি তাকে চাপা দিয়ে পাশে ঘরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এ সময় প্রায় ১২ জন আহত হন।ভুঞাপুর থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের কয়েকজন যাত্রী।