টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসভবন ‘সোনার বাংলায়’ দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনা বাসভবনের কেয়ার টেকার সুব্রত ও গাড়ি চালক মোঃ লিটন জানান, ঘটনার সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক একটার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর মই ব্যবহার করে তারা বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গেইট আঘাত করে এবং ভেতরে থাকা দুটি গাড়ি ভাঙচুর করে। তাদের হাতে বোতলে ভরা পেট্রোলও ছিলো, যা দিয়ে বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ বলেন, “হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।” কাদের সিদ্দিকীর বাসভবনে এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।