ক্রীড়া প্রতিবেদক: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে টাঙ্গাইলে ফুটবল প্রশিক্ষণের সমাপনীতে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ সেশনে টাঙ্গাইল সদর উপজেলার (অনুর্ধ্ব-১৫) ৪০জন বালক নিয়ে ২১ দিনের ফুটবল প্রশিক্ষণ সমাপ্তি হয়। ১৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ২১ দিনের ফুটবল প্রশিক্ষণ পরিচালনা করেন ফুটবল কোচ রনজিৎ রায়।
জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ফুটবল প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পূর্নর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য সাবেক ক্রিকেটার ও কোচ ইসলাম খান ও ফুটবল প্রশিক্ষক রনজিৎ রায়।











