টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া গ্রামে নিখোঁজ পাঁচ বছর বয়সী শিশু আব্দুল্লাহ’র মরদেহ বাড়ীর পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে নানীকে খুঁজতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। নবগ্রাম উত্তরপাড়া গ্রামের হাবিবুর রহমানের একমাত্র ছেলে আব্দুল্লাহকে তিনি নানী আজাদের কাছে রেখে জীবনধারণের কাজে ঢাকায় ছিলেন।
পুকুরের পাশে হাঁসের খাবারের জন্য শামুক আনতে বের হওয়া নানীর সঙ্গে কখনও কখনও আব্দুল্লাহও বসে থাকত। মঙ্গলবার সকালে নানী শামুক আনতে বের হলে, শিশুটি একাই পুকুরপাড়ে গিয়ে নিখোঁজ হয়।
পরিবার এবং স্থানীয়রা দিনভর খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে গোপালপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি ছড়িয়ে দেওয়া হয়।
পরদিন বুধবার সকালে গ্রামের লোকজন পুকুরে আব্দুল্লাহর মরদেহ ভাসতে দেখেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে সনাক্ত করেন। এরপর নবগ্রাম দাখিল মাদরাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং সামাজিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।