সমাচার ডেস্ক : টাঙ্গাইলে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরিত্যাক্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন গাড়ির স্টাফ ও চালকরা বলেন, বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন অংশে অনেক গাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে। আর এই সুযোগে কিছু নেশাগ্রস্থ যুবক ওই সকল গাড়ির ভিতর গিয়ে নেশা করে। আমাদের ধারনা কেউ নেশা করতে গিয়ে গাড়ির ভিতর আগুন ধরিয়ে দেয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র সহকারী স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, বিকেলে নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিত্যক্ত বাসে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভেয়ে ফেলেন। বাসটিতে কে বা কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।