টাঙ্গাইলের সদর উপজেলার চিলাবাড়ীর হাটখোলা খেলার মাঠে গত ১২ সেপ্টেম্বর বিকেলে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে একটি অনন্য হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই দলের ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন এবং হাজার হাজার দর্শক মাঠ মাতিয়ে তোলেন।
স্থানীয় সমাজসেবক বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দর্শকরা খেলা উপভোগ করে বলেন, এমন আয়োজন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সহায়তা করবে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে। রফিক নামে এক দর্শক বলেন, “মাঝে মাঝে এমন খেলা হলে যুব সমাজ অনেক ভালো থাকে।” স্থানীয় জুবায়ের হোসেন জানান, “দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা দেখে খুব ভালো লাগলো। প্রতি বছরই এমন আয়োজন হওয়া উচিত।”
দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড় শওকত সিকদার জানান, তিনি ২০ বছর ধরে হা-ডু-ডু খেলছেন এবং দেশের বিভিন্ন জায়গায় অংশ নিয়ে জয়লাভ করেছেন। তিনি বলেন, “আমাদের জন্য এই খেলা খুবই প্রিয়।”
প্রধান অতিথি ফরহাদ ইকবাল বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ। দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের অবহেলিত নয়, তারা আজ প্রমাণ করেছে। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে যাতে যুব সমাজ সঠিক পথে থাকে।”