টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ করার লক্ষ্যে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দুদক অফিসের সভা কক্ষে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাঙ্গাইল ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, টাঙ্গাইলের আয়োজনে সকল কর্মকর্তা-কর্মচারী, ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপপরিচালক ফখরুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন সভাপতি আলীম আল রাজী, সহ-সভাপতি মীর্জা সাহাদত হোসেন, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ। সভায় সদস্যদের কার্য পরিধি সম্পর্কিত বিষয় মুক্ত আলোচনা করা হয়।
শুরুতে ১৩ সদস্য বিশিষ্ট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যদের সঙ্গে পরিচয় এবং ফুলের শুভেচ্ছা দিয়ে কৌশল বিনিময় করা হয়। নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে টাঙ্গাইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সভাপতি আলীম আল রাজী, সহ-সভাপতি মীর্জা সাহাদত হোসেন, সহ-সভাপতি রাহেলা জাকির, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, সদস্য আব্দুল গনি আল রুহী, মো. আসাদুজ্জামান খান, আজগর আহমেদ খান, নাসরিন আক্তার লাকি, মোহাম্মদ রোমেজ উদ্দিন, রওশন আরা লিলি, নাসেরী আজাদ সম্পা, অরণ্য ইমতিয়াজ, সাংবাদিক মৃণাল কান্তি রায় ।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক কর্মী।











