টাঙ্গাইলে ড্রীম টাচ ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল পৌর শহরের শামসুর রহমান খান সুপার মার্কেট এর তৃতীয় তলায় স্থাপিত ড্রীম টাচ ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর।
উদ্বোধক ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। ড্রীম টাচ ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টের ডিরেক্টর আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কিসলু, শ্রমিক নেতা উদয় লাল গৌড় প্রমুখ। ড্রীম টাচ ফাস্টফুড পরিবার আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. সাইফুল ইসলাম।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরাসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।