টাঙ্গাইল সদর উপজেলায় টিনের দোকানের ম্যানেজার বিপ্লব কুমার ঘোষের মৃত্যু ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মৃতের স্ত্রী কৃষ্ণা সরকার টাঙ্গাইল থানায় মামলা করেন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে। মামলায় অভিযুক্ত হয়েছেন মেসার্স মোল্লা সন্স এন্ড টিনের দোকানের মালিকের স্ত্রী মাহমুদা হক কল্পনা (৬০) ও অন্যান্যরা। দোকান মালিককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, বিপ্লব কুমার ঘোষ দীর্ঘ ১৮-২০ বছর ধরে টাঙ্গাইলে পূর্ব আদালতপাড়ার মেসার্স মোল্লা এন্ড সন্স টিনের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মালিক অসুস্থতার কারণে দায়িত্বভার স্ত্রীকে হস্তান্তর করেন।
প্রায় দুই মাস আগে বিপ্লব ঘোষ দোকানের দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকেন, এরপর মালিক পক্ষ ৭০-৮০ লক্ষ টাকার কমিশন ফেরত দিতে চাপ সৃষ্টি করেন। এছাড়া মালিকপক্ষের ব্যক্তি ও ড্রাইভার তার বাসায় গিয়ে ভয়ভীতি প্রদান করেন।
চাপ ও হুমকির কারণে বিপ্লব কুমার ঘোষ গত ১৭ আগস্ট দুপুরে আত্মহত্যা করেন। পুলিশ মৃতদেহের ময়নাতদন্ত শেষে ধর্মীয় বিধিমতে সৎকার সম্পন্ন করে। বিপ্লবের স্ত্রী কৃষ্ণা সরকার বলেন, “আমার স্বামীকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হয়েছিল। তার প্রতি অন্যায় করা হয়েছে। আমি চাই ন্যায্য বিচার হবে। ওসি তানবীর আহমেদ জানান, মামলা (৩০৬/৩৪ ধারা) দায়ের করা হয়েছে। অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।