টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদস্মৃতি পৌরউদ্যান প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্ম্দ শাফী ইথেন,জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা যুবদলের সদস্য সচিব কে এম তৌহিদুল ইসলাম বাবু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন খান, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, শহর যুবদলের সদস্য সচিব মীর সজীব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সূচনা হয়েছিল। বক্তারা এ দিনটিকে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে বর্ণনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।











