টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর মডেল থানার পাশে ছয়আনী বাজার রোডে এ ঘটনা ঘটে।
ঘটনার বিস্তারিত জানা গেছে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নিরালা মোড় হয়ে সদর থানার পাশের ছয়আনী বাজার রোডে পৌঁছালে বিক্ষুব্ধ কর্মীরা তালাবদ্ধ জেলা জাতীয় পার্টির অফিসে হামলা চালায়।

এ সময় অফিসের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। জাতীয় পার্টির প্রতিক্রিয়া টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, “আমি টাঙ্গাইলের বাইরে আছি। আমাদের অফিস ভাঙচুরের বিষয়টি ফোনে দলের নেতাকর্মীদের কাছ থেকে জেনেছি।
টাঙ্গাইলে এসে আলোচনা করে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।” পুলিশের অবস্থান টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, “আমরা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। বর্তমানে জাতীয় পার্টির অফিসে পুলিশ মোতায়েন রয়েছে।”