মোঃ মুসা মিয়া: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (২২ অক্টোবর) টাঙ্গাইলে “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫” পালিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল মোটরযান চালকদের মানসম্মত হেলমেট নিশ্চিত করা এবং স্বাভাবিক গতিতে যানবাহন চালানো। অনুষ্ঠানটির শুরুতেই এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফা হক , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জনাব মোঃ মাহবুব হাসান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব শেখ মাহতাব উদ্দিন আহমেদ, সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ, টাঙ্গাইল সার্কেল, টাঙ্গাইল।

বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ড. সিনথিয়া আজমিরী খান, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ, টাঙ্গাইল; জনাব মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, টাঙ্গাইল।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জনাব খন্দকার ইকবাল হোসেন, সভাপতি, বাস কোচ-মিনিবাস মালিক সমিতি, টাঙ্গাইল; জনাব মমিনুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক, বাস কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, টাঙ্গাইল সহ প্রমূখ।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এনামুল হক ইমন মোটরযান পরিদর্শক, আব্দুর রহিম সহকারী রাজস্ব কর্মকর্তা, কামরুল হোসেন উচ্চমান সহকারী, শেখ মোঃ আদিয়াত মেকানিক্যাল এসিস্ট্যান্ট, মোঃ আরিফল ইসলাম অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, জাহাঙ্গীর হোসেন, বিআরটিএ এর বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রিন্টস্ ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ।











