মোঃ সজিব মিয়া: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংস্থার টাঙ্গাইল জেলা শাখার শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধন উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম।
বরেণ্য অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: শহীদুল আলম শহীদ।
বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান রাসেল।
অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। অতিথীদের সবাইকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদন টাঙ্গাইল জেলা শাখার পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়। এতে উপস্থিত সকল অতিথি সংগঠনের সাফল্য কামনা করে বক্তৃতা প্রদান করেন। প্রধান অতিথি ও বরেণ্য অতিথিরা বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার প্রত্যেক সদস্যকে ক্রেস্ট ও সংগঠনের লোগো সম্বলিত আইডি কার্ড প্রদান করেন। মধ্যাহৃভোজ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখা সদস্যদের সাথে টাঙ্গাইল প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।











