টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চকপাড়া গ্রামে এক নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। ছেলে জামিল (২০) তার পিতা **সুমন (৪৭)**কে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার অভিযোগে আটক হয়েছেন। জামিল ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। স্থানীয়রা এবং নিহতের পরিবার জানিয়েছে, সুমন ধলাপাড়া বাজারে একটি ফার্মেসি পরিচালনা করতেন।
প্রায় চার বছর আগে পারিবারিক কলহের কারণে তার স্ত্রী সঙ্গে বিচ্ছেদ হয়েছিল। নিহতের বাবা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান, বলেন, “কেন আমার ছেলে এমন নৃশংস কাজ করল বুঝতে পারছি না। আমি চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।” স্থানীয় সূত্রে জানা গেছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ২০ আগস্ট রাতে সুমন ও জামিল একই ঘরে ঘুমান।
কয়েকদিন ধরে অসুস্থ থাকার সুযোগে জামিল তার পিতাকে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরদিন জামিল প্রতিবেশীদের জানান, তার পিতা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু লাশের অবস্থা দেখে প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করেন। ঘটনার তিন দিন আগে জামিল লাশ গোপনের জন্য বাড়ির পেছনে একটি গর্ত খুঁজে খড়কুটো দিয়ে ঢেকে রেখেছিলেন। পরে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জামিল তার দোষ স্বীকার করেন। পুলিশ তাকে আটক করে।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান বুধবার রাতে ঘাটাইল থানায় ছেলের হত্যার বিচার দাবিতে অভিযোগ দায়ের করেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং জামিলকে আটক করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে জামিলকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।