টাঙ্গাইলে কিলার গ্যাং দাবি করে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ীকে চিঠি দিয়েছে একটি চক্র। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।শুক্রবার (১ আগস্ট) সকালে মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলামকে এ চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কাউকে বললে বা আইনি ব্যবস্থা নেওয়া হলে তাকে হত্যা করা হবে। এছাড়াও টাকা কোথায় রেখে আসতে হবে সেই ঠিকানাও দেওয়া হয় চিঠিতে। জানা যায়, সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষের মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে বৃহস্পতিবার রাতে তার কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দেয়। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারী ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামকে দেন। সন্তোষ বাজার কমিটির আহ্বায়ক জুবায়ের হোসেন বলেন, মাছ ব্যবসায়ী আজাহার ভাই একজন সৎ মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সঙ্গে জড়িত। হঠাৎ করে শুনতে পেলাম তার কাছে একটি চিঠি এসেছে। সে চিঠিতে ৫ লাখ টাকা চাদা দাবি করেছে। এ ধরনের ঘটনা আমাদের সন্তোষ এলাকায় দেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত শুনতে পাইনি। তাই এ চিঠিতে ব্যবসায়ী মহলে এক ধরনের আতঙ্কে কাজ করছে।
মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলাম বলেন, আমার কর্মচারী নিশার কাছে বৃহস্পতিবার রাতে অচেনা একজন লোক একটি চিঠি দেয়। চিঠি শুক্রবার সকালে আমার হাতে দেয়। এসময় কর্মচারী বলেন একটি ক্লাব থেকে আপনাকে এই চিঠি দিয়ে গেছে। চিঠি খুলে দেখার পর আমার ভেতর ভয়ের কাজ করছে। সেই সঙ্গে আমার পরিবার আতঙ্কে রয়েছে। তিনি জানান, এ বিষয় তিনি সন্তোষ পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে জানিয়েছেন। তিনি ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি সদর থানায় লিখিতভাবে অভিযোগ করবেন। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। সদর থানার ওসির সঙ্গে কথা হয়েছে। তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা এর দ্রুত তদন্তের কাজ শুরু করে দিয়েছি। এ ধরনের সংবাদ টাঙ্গাইলে এর আগে পাইনি। তাই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।