টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে জনসভা ও নদীভাঙন এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। শনিবার (৩১ আগস্ট) বিকেলে চর পৌলী বাজারে এ জনসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ ইকবাল বলেন, “আমি এমপি হলে সবার আগে চরবাসীর পাশে থাকব। আপনাদের সমস্যা সমাধানে কাজ করব। আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি এবং উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।”
কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য শাহাদত হোসেন শাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন—সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রৌফ’ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক’জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম’সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল’ মামুন সরকার
জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব সভা শেষে ফরহাদ ইকবাল বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে চর পৌলী যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষের খোঁজখবর নেন। উল্লেখ্য, এ জনসভা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারের অংশ হিসেবে আয়োজন করা হয়।