টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িবহরে বিএনপির হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশ শেষে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, সন্ধ্যায় কাদের সিদ্দিকীর গাড়িবহরে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী হামলা চালায়। এ সময় তারা স্লোগান দেয়— “জয় বাংলার ঠিকানা, এই বাংলায় হবে না” এবং কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত করে।
সমাবেশ শেষে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, “জয় বাংলা” স্লোগান দেয়ার জেরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের ছেলের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ পাহারায় কাদের সিদ্দিকীর গাড়িবহর এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা সমাবেশের আড়ালে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। তারা ঘোষণা দেন, “ভূঞাপুরের মাটিতে আওয়ামী লীগের কোনো স্থান নেই।”
উল্লেখ্য, শনিবার বিকেলে মহান মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয় ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা কমান্ডার ফজলুর হক বীর প্রতীক। এছাড়া মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।