টাঙ্গাইল জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৬৬.৮৭ শতাংশ। এরমধ্যে এসএসসিতে পাসের হার ৫৩.৫৮ শতাংশ, দাখিলে ৬৭.৭০ শতাংশ, এসএসসি ভোকেশনালে ৭১.০৯ শতাংশ এবং দাখিল ভোকেশনালে ৭৫.১০ শতাংশ।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসিতে ৩৮ হাজার ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ হাজার ৩৯ জন। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ১৬৪জন। পাসের হার ৫৩.৫৮ শতাংশ। দাখিল পরীক্ষায় ৬ হাজার ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৪২৮জন। জিপিএ ৫ পেয়েছে ৯১জন। পাসের হার ৬৭.৭০ শতাংশ।
এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫ হাজার ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৭১৭জন। জিপিএ ৫ পেয়েছে ১৩৫ জন। পাসের হার ৭১.০৯ শতাংশ। দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৪৮ জন অংশগ্রহণকারীর মধ্যে পাস করেছে ৩৭ জন। দাখিল ভোকেশনাল পরীক্ষায় জেলায় কেউ জিপিএ ৫ পায়নি।
টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের গড় হার ৬৬.৮৭ শতাংশ- যা দেশের ১১টি বোর্ডের গড় পাসের হারের চেয়ে সামান্য কম। তবে তুলনামূলকভাবে টাঙ্গাইল জেলার ফলাফল সন্তোষজনক।
তিনি জানান, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদন প্রক্রিয়া শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হয়ে চলবে ১৭ জুলাই পর্যন্ত।