টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- কালিহাতী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মর্তুজ আলী, কালিহাতী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হাসিবুল হাসান শান্ত এবং কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মাজেদুল ইসলাম।
রাজনৈতিক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।