টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইনে জুয়া খেলার টাকা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশি বৈঠকে মুসলিম (৩৫) নামে ১ জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবাসহ আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুসলিম মাটিকাটা গ্রামের জোহেরের ছেলে। এসময় হত্যায় জড়িত থাকার অভিযোগে হালিম নামে ১ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানায়, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের ভাগিনার সঙ্গে অনলাইন জুয়া খেলায় জড়িত নয়নের সঙ্গে টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হলে শুক্রবার বিকেলে মাটিকাটা ব্রিজ পাড়ে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বৈঠককারীরা অনলাইনে জুয়া খেলার বিষয়টি নিয়ে সালিশি বৈঠকে বসলে মুসলিম তাদের এ বিষয়ে বিস্তারিত জানান। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে মুসলিমের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের উপরেও হামলা করে দুর্বৃত্তরা।
এতে নিহতের বাবাসহ আহত হন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুসলিম মারা যান। এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, “এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হালিম নামে ১ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ অন্য জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে।” মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।